‘পরমাণু সমঝোতা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার রাখে ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i42586-পরমাণু_সমঝোতা_লঙ্ঘনের_বিরুদ্ধে_ব্যবস্থা_নেয়ার_অধিকার_রাখে_ইরান’
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন সরকার তার দেশের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করলে এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার অধিকার তেহরানের রয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ২২, ২০১৭ ০৫:৫৬ Asia/Dhaka
  • ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন সরকার তার দেশের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করলে এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার অধিকার তেহরানের রয়েছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা তদারকি বিষয়ক যৌথ কমিশনের অষ্টম বৈঠক শেষে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন আরাকচি।  তিনি বলেন, যৌথ কমিশনের সব সদস্য দেশ ইরানের পরমাণু সমঝোতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং তারা বলেছে, পরিপূর্ণ সদিচ্ছা নিয়ে এই সমঝোতা বাস্তবায়ন করতে হবে এটির বাস্তবায়ন বিঘ্নিত হয় এমন সব তৎপরতা থেকে বিরত থাকতে হবে।

আব্বাস আরাকচি বলেন, যৌথ কমিশনের বৈঠকে আমেরিকার পক্ষ থেকে পরমাণু সমঝোতা লঙ্ঘনের ব্যাপারে ইরানের অসন্তোষ তুলে ধরে জানানো হয়েছে, এ ব্যাপারে ওয়াশিংটনকে জবাবদিহী করতে হবে। বৈঠকে সব সদস্যদেশ এই সমঝোতা মেনে চলার জন্য তেহরানকে ধন্যবাদ জানিয়েছে।  

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতার কোনো একটি পক্ষ এটি লঙ্ঘন করলে তেহরান কি ব্যবস্থা নিতে পারে তা এই সমঝোতার মধ্যেই বলা আছে। কাজেই ইরান প্রয়োজনে সে অধিকার ব্যবহার করবে।

২০১৫ সালের জুলাই মাসে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ২০১৬ সালের জানুয়ারি মাসে বাস্তবায়ন শুরু হয়। এটি বাস্তবায়ন তদারকির জন্য শুরু থেকে অনেকগুলো দেশকে নিয়ে একটি যৌথ কমিশন গঠিত হয় যার অষ্টম বৈঠক শুক্রবার ভিয়েনায় অনুষ্ঠিত হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২