ট্রাম্প প্রশাসনের পাতানো ফাঁদে পা দেবে না ইরান: আরাকচি
-
আইআরআইবি-১ কে সাক্ষাৎকার দিচ্ছেন আব্বাস আরাকচি
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তার দেশের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের সাম্প্রতিক প্রস্তাব পাসকে চরম শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকার শত্রুতা কমানোর লক্ষ্যে পরমাণু সমঝোতা সই করেনি তেহরান।
সম্প্রতি মার্কিন কংগ্রেস ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিল পাস করেছে।
এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের এক নম্বর টিভি চ্যানেলকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে আরাকচি বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার শত্রুতা যেমন অতীতে ছিল এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে তেমনি তেহরানের পাল্টা পদক্ষেপও অতীতে ছিল এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইরান গত ৩৮ বছর ধরে মার্কিন শত্রুতার মোকাবিলা করেছে উল্লেখ করে উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিরোধ হচ্ছে ইসলামি ইরানের সফলতা ও সামর্থ্যের চাবিকাঠি।
আরাকচি বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন চায় ইরানের পরমাণু সমঝোতা বাতিল হয়ে যাক। কিন্তু তারা নিজেরা এটা না করে এমন কৌশল হাতে নিয়েছে যাতে ইরানই এ সমঝোতা থেকে বেরিয়ে যায়। তিনি বলেন, কিন্তু যতদিন ইরানের স্বার্থ রক্ষিত হবে ততদিন তেহরান এ সমঝোতা থেকে বেরিয়ে যাবে না এবং ট্রাম্প প্রশাসনের পাতানো ফাঁদে পা দেবে না। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০