রোহিঙ্গা মুসলমানরা কি মানুষ নন: রায়িসির প্রশ্ন
https://parstoday.ir/bn/news/iran-i45499-রোহিঙ্গা_মুসলমানরা_কি_মানুষ_নন_রায়িসির_প্রশ্ন
হজরত ইমাম রেজা (আ.)'র মাজার কেন্দ্রিক কার্যক্রমের প্রধান এবং ইরানের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতনের বিষয়ে মানবাধিকারের দাবিদার দেশগুলোর নিরবতা লজ্জাজনক।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০১৭ ১৮:১১ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম রায়িসি
    হুজ্জাতুল ইসলাম রায়িসি

হজরত ইমাম রেজা (আ.)'র মাজার কেন্দ্রিক কার্যক্রমের প্রধান এবং ইরানের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতনের বিষয়ে মানবাধিকারের দাবিদার দেশগুলোর নিরবতা লজ্জাজনক।

তিনি আরও বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধরা মজলুম রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের বর্বরতার বিরুদ্ধে কোনো কথা বলছে না মানবাধিকারের দাবিদার দেশগুলো। এসব দেশ দ্বিমুখী নীতি অনুসরণ করছে। তিনি বলেন, নারী-শিশুসহ সব শ্রেণীর রোহিঙ্গা মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তাদেরকে কেন হত্যা করা হচ্ছে? রোহিঙ্গা মুসলমানেরা কি মানুষ নন? 

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক সমাজের নিরবতার কোনো ব্যাখ্যা থাকতে পারে না। 

মিয়ানমারে গত প্রায় দুই সপ্তাহে সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের সহিংসতায় এক হাজারের বেশি রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছে বলে জাতিসংঘের প্রতিনিধি জানিয়েছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯