ইরাকের কুর্দিস্তানে বিচ্ছিন্নতাবাদী গণভোটের সুস্পষ্ট বিরোধিতা করল ইরান
(last modified Tue, 12 Sep 2017 01:07:08 GMT )
সেপ্টেম্বর ১২, ২০১৭ ০৭:০৭ Asia/Dhaka
  • বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি
    বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি

ইরাকের কুর্দিস্তানে বিচ্ছিন্নতাবাদী গণভোটের সুস্পষ্ট বিরোধিতার কথা ঘোষণা করেছে ইরান। বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ‘ইরাজ মাসজেদি’ এ ঘোষণা দিয়ে বলেছেন, তার দেশের এ অবস্থানের কথা ইরাকি কুর্দিদের জানিয়ে দেয়া হয়েছে।

তিনি সোমবার ইরাকের বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে ইরান ও ইরাকের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে তেহরানের নীতি-অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ইরাক থেকে কুর্দিস্তান বিচ্ছিন্ন হয়ে গেলে এই অঞ্চলের জনগণ যে চরম দুর্ভোগে পড়বে সেটি হচ্ছে ইরানের পক্ষ থেকে এই গণভোটের বিরোধিতার অন্যতম প্রধান কারণ।

ইরানি রাষ্ট্রদূত বলেন, তার দেশ প্রকৃত অবস্থা বিচার-বিশ্লেষণ করেই কুর্দিস্তানের গণভোটের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে।  তিনি আরো বলেন, ইরাকের কুর্দিস্তানে বর্তমানে চরম শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে। কিন্তু বাগদাদ সরকার যখন উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত তখন কুর্দিস্তানে গণভোট আয়োজনের অর্থ হচ্ছে এই অঞ্চলকে বাগদাদের পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে রাজনৈতিক, নিরাপত্তাগত ও অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলে দেয়া।

ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট মাসুদ বারজানি গত ৭ জুন ঘোষণা করেছেন, ইরাক থেকে কুর্দিস্তানের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ব্যাপারে আগামী ২৫ সেপ্টেম্বর ওই স্বশাসিত প্রদেশে গণভোট অনুষ্ঠিত হবে। ইরাক সরকার এই গণভোটের বিরোধিতা করে তা স্থগিত করার আহ্বান জানিয়েছে। সেইসঙ্গে এই গণভোটের বিরোধিতা করছে ইরাকের নিকটতম দুই প্রতিবেশী দেশ ইরান ও তুরস্ক।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২

ট্যাগ