ইসরাইলকে পরমাণু সহযোগিতা দেয়া বন্ধ করুন: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i45943-ইসরাইলকে_পরমাণু_সহযোগিতা_দেয়া_বন্ধ_করুন_ইরান
পরমাণু প্রযুক্তি সংরক্ষণ ও উন্নয়নের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের দ্বৈত নীতির তীব্র নিন্দা জানিয়েছে ইরান। সেইসঙ্গে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সব ধরনের পরমাণু সহযোগিতা বন্ধ করার জন্যও আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ০৬:৫৬ Asia/Dhaka
  • আইএইএ’তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি
    আইএইএ’তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি

পরমাণু প্রযুক্তি সংরক্ষণ ও উন্নয়নের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের দ্বৈত নীতির তীব্র নিন্দা জানিয়েছে ইরান। সেইসঙ্গে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সব ধরনের পরমাণু সহযোগিতা বন্ধ করার জন্যও আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

ভিয়েনায় জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র সদর দপ্তরে এই সংস্থার নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক সভায় বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি।  তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইলের পরমাণু কর্মসূচি মধ্যপ্রাচ্যের নিরাপত্তার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

নাজাফি বলেন, ইসরাইলের পরমাণু কর্মসূচির কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো সব সময় তীব্র আতঙ্কের মধ্যে থাকে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য তিনি আইএইএ’র প্রতি আহ্বান জানান।

নাজাফি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের পরমাণু বিজ্ঞানীরা পশ্চিমা পরমাণু অস্ত্রধর দেশগুলোর পারমাণবিক কেন্দ্রগুলোতে নিয়মিত যাতায়াত করেন। অথচ যেসব দেশ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করেছে তেল আবিব সেসব দেশের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় কর্মরত বিজ্ঞানীদের হত্যা করছে।  ইসরাইলের ভাড়া করা সন্ত্রাসীদের হাতে এ পর্যন্ত বেশ কয়েকজন ইরানি পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে একথা বলেন আইএইএ’তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি।

ইহুদিবাদী ইসরাইলের কাছে প্রায় ৪০০টি পরমাণু অস্ত্র রয়েছে বলে মনে করা হয়। তেল আবিব কখনো তার কাছে পরমাণু অস্ত্র থাকার খবর স্বীকার বা অস্বীকার করেনি। আইএইএ বিশ্বের সব দেশের পরমাণু কর্মসূচিতে নজরদারি করলেও ইহুদিবাদী ইসরাইলের কোনো পরমাণু স্থাপনায় এখন পর্যন্ত পরিদর্শক পাঠাতে পারেনি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬