কখনোই আমেরিকাকে বিশ্বাস করবেন না: এবাদিকে সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i47879-কখনোই_আমেরিকাকে_বিশ্বাস_করবেন_না_এবাদিকে_সর্বোচ্চ_নেতা
আমেরিকাকে কখনোই বিশ্বাস না করতে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল এবাদির প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি। আজ (বৃহস্পতিবার) সকালে তেহরানে ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৬, ২০১৭ ১৬:০৩ Asia/Dhaka
  • হায়দার আল এবাদি (বামে) ও সর্বোচ্চ নেতা
    হায়দার আল এবাদি (বামে) ও সর্বোচ্চ নেতা

আমেরিকাকে কখনোই বিশ্বাস না করতে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল এবাদির প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি। আজ (বৃহস্পতিবার) সকালে তেহরানে ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকাই দায়েশ বা আইএস সৃষ্টি করেছে। কিন্তু এখন দায়েশ সন্ত্রাসীরা পরাজিত হওয়ায় আমেরিকা উদ্ভূত পরিস্থিতির কারণে নিজেদেরকে দায়েশ বিরোধী হিসেবে তুলে ধরছে। কিন্তু নিঃসন্দেহে তারা সুযোগ পেলেই আবারও ইরাককে আঘাত করবে। প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ইরাকি প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, "একইসঙ্গে আপনাদেরকে মার্কিন প্রতারণা ও ধোঁকাবাজির বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কখনোই আমেরিকাকে বিশ্বাস করা যাবে না।"  

ইসহাক জাহাঙ্গিরি (বামে), হায়দার আল এবাদি (মাঝে) ও আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি 

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি তেহরান ও বাগদাদের মধ্যে নানা ক্ষেত্রে সব ধরনের সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়ে বলেন, "এই অঞ্চলের জাতিগুলোর দৃষ্টি এখন ইরাকের নানা অর্জন ও সাফল্যের দিকে। ইরাকের জনগণ এবং আপনিসহ দেশের কর্মকর্তাদের শ্রম ও সাহসিকতার কারণেই এই সাফল্য এসেছে।" 

সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠককালে উপস্থিত আরও কয়েকজন ইরানি ও ইরাকি কর্মকর্তা

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, "ইরাকের নানা জাতি-গোষ্ঠীর মধ্যে ঐক্য এবং ইরাকের তরুণ, সাহসী ও ঈমানদারদের অংশগ্রহণে গড়ে ওঠা গণবাহিনীর প্রতি দেশটির সরকারের সমর্থন ও সহযোগিতাই সন্ত্রাসী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে বিজয়ের চাবিকাঠি হিসেবে কাজ করেছে।" এ সময় তিনি ইরাকের  সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইরাক হচ্ছে আরব বিশ্বের প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ একটি দেশ।   

সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি বলেছেন, "আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ইরাকের সার্বভৌমত্ব ও অখণ্ডতা ধরে রাখব এবং এর আগেও যেমনটি আমরা কুর্দিস্তানের ভাইদের বলেছি ইরাককে বিচ্ছিন্ন হওয়ার মতো বিপদে পড়তে দেওয়া হবে না। একইসঙ্গে তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সহযোগিতার প্রশংসা করেন।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি তুরস্ক সফর শেষে গতকাল ইরানে এসেছেন। আজ তেহরানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬