ইরানের সামনে আমেরিকা অত্যন্ত দুর্বল: রিয়ার অ্যাডমিরাল ফাদাভি
-
রিয়ার অ্যাডমিরাল ফাদাভি
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বলেছেন, আমেরিকা এখন অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছে। এখন তারা একথা স্বীকার করছে যে, ইরানের দৃঢ় অবস্থান ও শক্তির কাছে তারা পরাজিত।

আজ (শনিবার) বিশ্ব সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, ইসলামি বিপ্লব বিজয়ের আগ পর্যন্ত বিশ্বের কেউ পরাশক্তি ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা চিন্তাও করতে পারতো না। কিন্তু ইসলামি বিপ্লবের পর ইরান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বিজয় অর্জন করেছে।
ইসলামি বিপ্লবের বিজয়কে সাম্রাজ্যবাদ ও আমেরিকার জন্য বড় ধরনের আঘাত হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, জুলুমবাজদের বিরুদ্ধে মজলুমদের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ। ইরানের ইসলামি বিপ্লবও ওই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪