ইরানের কেরমানে ৬.১ মাত্রার ভূমিকম্প: ৩০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান শহরের নিকটবর্তী একটি এলাকায় ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ইরানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় আজ (শুক্রবার) সকাল ৬টায় কেরমান শহর থেকে ৫৮ কিলোমিটার দূরে হেজদাক এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এ ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
কেরমান প্রদেশের গভর্নর মোহাম্মদ রেজা মীর সাদেকি বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, এখন পর্যন্ত ৫০ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া, ৩০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের পরপরই ইরানের প্রেসিডেন্ট ড, হাসান রুহান ওই এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করার নির্দেশ দেন।
এর আগে গত ১১ নভেম্বর রাত ৯টা ১৮ মিনিটে ইরানের উত্তরাঞ্চলের কেরমানশাহ প্রদেশের ইরাক সীমান্ত এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ২০১৭ সালে বিশ্বের ‘সবচেয়ে ভয়াবহ’ ওই ভূমিকম্পে ৪৪৪ ব্যক্তি নিহত এবং ১২ হাজার ৩৮৬ জন আহত হয়েছিলেন। এতে ৩১ হাজার ঘরবাড়ি মারাত্মক বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ওই ভূমিকম্পের ১০ দিন পর ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশের প্রদেশের বুরোজার্দ অঞ্চলে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। #
পার্সটুডে/আশরাফুর রহমান/১