আমেরিকায় ভারোত্তলন চ্যাম্পিয়নশিপের শিরোপা ইরানের; অভিনন্দনের জোয়ার
আমেরিকায় অনুষ্ঠিত বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এই প্রথম ইরান বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতল।
ইরানের ভারোত্তলন দল চারটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জ জিতে প্রতিযোগিতায় শীর্ষ স্থান দখল করেছে। এতে ইরানের অর্জিত পয়েন্ট ৫০৯। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ইরানের আটজন ক্রীড়াবিদ এবারের চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সোহরাব মোরাদি। তিনি গত সোমবার ৯৪ কেজি ওজন ক্যাটাগরিতে দু'টি বিশ্ব রেকর্ড ভেঙে এ ক্যাটাগরির জন্য বরাদ্দ তিনটি স্বর্ণই জিতে নেন। এর আগে ২০১১ ও ২০১৩ সালের বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে েইরানি দল তৃতীয় হয়েছিল।
আমেরিকার মাটিতে ভারোত্তলন দলের এ অর্জনে ইরানি জনগণ অত্যন্ত খুশি। দেশটির সর্বস্তরের মানুষ ভারোত্তলন দলকে অভিনন্দন জানিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি, প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও সংসদ স্পিকার আলী লারিজানি আলাদাভাবে অভিনন্দন বার্তা দিয়েছেন। তারা দেশের জন্য সম্মান বয়ে আনায় ভারোত্তলন দলকে আন্তরিক ধন্যবাদ জানান।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬