পরমাণু সমঝোতা ইস্যুতে পরিষ্কার অবস্থান নিন: ইইউ-কে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i50159-পরমাণু_সমঝোতা_ইস্যুতে_পরিষ্কার_অবস্থান_নিন_ইইউ_কে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা ইস্যুতে পরিষ্কার ও জোরালো অবস্থান নিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ২১, ২০১৭ ১৯:৩৬ Asia/Dhaka
  • ইরান ও ফ্রান্সের মধ্যে বৈঠক
    ইরান ও ফ্রান্সের মধ্যে বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা ইস্যুতে পরিষ্কার ও জোরালো অবস্থান নিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

গতকাল (বুধবার) ইরান ও ফ্রান্সের মধ্যে চতুর্থ রাউন্ড রাজনৈতিক সংলাপে এ আহ্বান জানান ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফ্রান্সের রাজধানী প্যারিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে দু দেশের সম্পর্ক জোরদার এবং পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ফ্রান্সের পক্ষে নেতৃত্ব দেন দেশটির ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি জেনারেল গোরদো- মোন্টেগঁ। তিনিও ইরান এবং ফ্রান্সের মধ্যকার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার ওপর জোর দেন।

ইরান ও  ফ্রান্সের মধ্যে ২৫০ ভাগ বাণিজ্য বাড়ার কারণে গোরদো সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আঞ্চলিক শন্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১