‘৪ হাজার কোটি ডলারের তেল বিক্রি করেছে ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i51517-৪_হাজার_কোটি_ডলারের_তেল_বিক্রি_করেছে_ইরান’
গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান চার হাজার কোটি ডলারের তেল বিক্রি করেছে। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সইয়ের ফলে এটা সম্ভব হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ১৮, ২০১৮ ০২:৪৯ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি
    আব্বাস আরাকচি

গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান চার হাজার কোটি ডলারের তেল বিক্রি করেছে। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সইয়ের ফলে এটা সম্ভব হয়েছে।

ইরানের রপ্তানিকারকদের এক সম্মেলনে অন্যতম শীর্ষ পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ তথ্য দিয়েছেন। তিনি আরো বলেন, তেল বিক্রির সব অর্থ ইরান হাতে পেয়েছে কিন্তু নিষেধাজ্ঞা বহাল থাকলে তা সম্ভব হতো না।

তেল ট্যাংকার

তিনি বলেন, “ইরান এখন তার তেল বিক্রি করতে পারে, তেলজাত পণ্য রপ্তানি করতে পারে এবং বিশ্ব ইরানের সঙ্গে কাজ করছে। এছাড়া, ব্যাংকিং খাতের প্রধান বাধা সরিয়ে নেয়া হয়েছে এবং আমরা এখন বিমান কিনতে পারছি যা আমেরিকাকে ক্ষিপ্ত করে তুলেছে।

আরাকচি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণে আগামী চার মাস ইরানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ অবস্থায় ইউরোপ ও পূর্ব এশিয়ার মিত্রদের সঙ্গে ইরানের সহযোগিতা বাড়ানো দরকার।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭