ব্যর্থ অভিযোগের পুনরাবৃত্তি করছে আমেরিকা: ইরান
-
প্রেস টিভিকে সাক্ষাৎকার দিচ্ছেন বাহরাম কাসেমি
মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি ব্যর্থ হওয়ার কারণেই ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ করছে বলে মন্তব্য করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, “জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই অভিযোগ প্রথম করেছিলেন। মধ্যপ্রাচ্যে বারবার মার্কিন পররাষ্ট্রনীতি ব্যর্থ হওয়ার পর এ অভিযোগ করা হচ্ছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নয়া মার্কিন মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে এই প্রচারণা চালানো হচ্ছে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উত্থাপনের পর বাহরাম কাসেমি এ প্রতিক্রিয়া জানালেন। ট্রাম্প সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের মধ্যাহ্নভোজে দেয়া বক্তৃতায় অভিযোগ করেন, ইরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং ইয়েমেনের হুথি যোদ্ধাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে আরো বলেন, এ ধরনের অভিযোগ উত্থাপন করে শেষ পর্যন্ত আমেরিকার কোনো লাভ হবে না।

এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি গত ১৪ ডিসেম্বর একটি বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রের লম্বা পাইপ সাংবাদিকদের সামনে উপস্থাপন করে দাবি করেন, ওই ক্ষেপণাস্ত্রটি হুথি যোদ্ধারা সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে নিক্ষেপ করেছিল। ক্ষেপণাস্ত্রটি নির্মাণের বিভিন্ন কলাকৌশল বর্ণনা করে হ্যালি দাবি করেন, এটি ইরানে তৈরি হয়েছে এবং তেহরান তা হুথি যোদ্ধাদের হাতে পৌঁছে দিয়েছে।
আমেরিকা এমন সময় এ অভিযোগ করল যখন গত তিন বছর ধরে ইয়েমেনের নিরীহ জনগণের ওপর ভয়াবহ সৌদি আগ্রাসনে সব রকম সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করছে ওয়াশিংটন। এই আগ্রাসনে এ পর্যন্ত ১১ হাজারের বেশি বনি আদম নিহত হয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০