বায়তুল মুকাদ্দাস হচ্ছে মুসলিম বিশ্বের প্রকৃত রাজধানী: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i52247-বায়তুল_মুকাদ্দাস_হচ্ছে_মুসলিম_বিশ্বের_প্রকৃত_রাজধানী_ইরান
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, বায়তুল মুকাদ্দাস হচ্ছে মুসলিম বিশ্বের প্রকৃত রাজধানী। আজ (বুধবার) তেহরানে 'ধর্মগুলোর শান্তির রাজধানী বায়তুল মুকাদ্দাস' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ৩১, ২০১৮ ১৫:৩৮ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি
    আব্বাস আরাকচি

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, বায়তুল মুকাদ্দাস হচ্ছে মুসলিম বিশ্বের প্রকৃত রাজধানী। আজ (বুধবার) তেহরানে 'ধর্মগুলোর শান্তির রাজধানী বায়তুল মুকাদ্দাস' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরাকচি আরও বলেছেন, বায়তুল মুকাদ্দাস হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা। এটিই এখন মুসলিম বিশ্বের প্রধান ইস্যু । তিনি বলেন, ইসলামি ইরান বায়তুল মুকাদ্দাসের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করবে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, বায়তুল মুকাদ্দাস ইস্যুতে ট্রাম্পের পদক্ষেপ একেবারেই অযৌক্তিক এবং ইরান ওই পদক্ষেপের তীব্র নিন্দা জানায়।

বায়তুল মুকাদ্দাস

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের প্রতিবাদ সত্ত্বেও বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেছেন। জাতিসংঘের প্রায় সব দেশ ট্রাম্পের এ ঘোষণার বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেছে।

বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ বায়তুল মুকাদ্দাসে অবস্থিত। ট্রাম্পের ওই ঘোষণার পর ফিলিস্তিনিরা নতুন করে ইন্তিফাদা শুরু করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩১