কাতারের সরকার ও জনগণের পাশে রয়েছে ইরান: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i54375-কাতারের_সরকার_ও_জনগণের_পাশে_রয়েছে_ইরান_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ বিভাগের উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংগসিরি বলেছেন, কাতারের সরকার ও জনগণের পাশে রয়েছে ইরান। দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর পরিবেশ তৈরি হয়েছে বলে তিনি জানান। গতকাল (মঙ্গলবার) কাতারের রাজধানী দোহায় তিনি এসব কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৪, ২০১৮ ১০:৫৮ Asia/Dhaka
  • আইআরজিসির নৌ বিভাগের উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংগসিরি
    আইআরজিসির নৌ বিভাগের উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংগসিরি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ বিভাগের উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংগসিরি বলেছেন, কাতারের সরকার ও জনগণের পাশে রয়েছে ইরান। দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর পরিবেশ তৈরি হয়েছে বলে তিনি জানান। গতকাল (মঙ্গলবার) কাতারের রাজধানী দোহায় তিনি এসব কথা বলেন।

দোহায় আন্তর্জাতিক নৌ প্রতিরক্ষা বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের আরও বলেছেন, যেসব দেশ কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রদর্শনীতে তাদের অনুপস্থিতি কখনোই অনুভব করিনি। আন্তর্জাতিক এই প্রদর্শনীর ঔজ্জ্বল্য কমে নি। ইরান এতে অংশ নিয়ে কাতারের প্রতি সমর্থন ঘোষণা করেছে বলে তিনি জানান।

 আইআরজিসি'র নৌ বিভাগের উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংগসিরি বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলোকে ইরান সব সময় বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বার্তা দিয়েছে এবং তেহরান মনে করে আঞ্চলিক দেশগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।

গত ১২ মার্চ থেকে দোহায় ডিমডেক্স নামের এ প্রদর্শনী শুরু হয়েছে। আজ প্রদর্শনীর শেষ দিন।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪