পূর্ব গৌতা সফর করলেন ইরানি কর্মকর্তা; সিরিয়ার পাশে থাকার ঘোষণা
https://parstoday.ir/bn/news/iran-i55682-পূর্ব_গৌতা_সফর_করলেন_ইরানি_কর্মকর্তা_সিরিয়ার_পাশে_থাকার_ঘোষণা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি সিরিয়ার পূর্ব গৌতা সফর করেছেন। গতকাল (বুধবার) তিনি ওই এলাকার কিছু সুড়ঙ্গ পথও পরিদর্শন করেন যা উগ্র সন্ত্রাসীরা সিরিয়ার সরকারি সেনা ও মিত্রবাহিনীর যোদ্ধাদের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার করত।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ১২, ২০১৮ ০৯:১৩ Asia/Dhaka
  • সিরিয়ার পূর্ব গৌতা সফর করছেন ড. আলী আকবর বেলায়েতি
    সিরিয়ার পূর্ব গৌতা সফর করছেন ড. আলী আকবর বেলায়েতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি সিরিয়ার পূর্ব গৌতা সফর করেছেন। গতকাল (বুধবার) তিনি ওই এলাকার কিছু সুড়ঙ্গ পথও পরিদর্শন করেন যা উগ্র সন্ত্রাসীরা সিরিয়ার সরকারি সেনা ও মিত্রবাহিনীর যোদ্ধাদের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার করত।

পূর্ব গৌতা প্রায় সম্পূর্ণভাবে মুক্ত হয়েছে। ড. বেলায়েতি সেখানে সামরিক কমান্ডারদের সঙ্গেও সাক্ষাৎ করেন।  এসময় তিনি সিরিয়ার প্রতি ইরানের নিশ্চিত সমর্থনের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, “যেকোনো বিদেশী আগ্রাসনের মুখে আমরা সিরিয়া সরকারের পাশে থাকব।” পাশাপাশি তিনি আমেরিকা, ইসরাইল ও তাদের আঞ্চলিক মিত্রদের হুমকির মুখে ইরান ও সিরিয়ার মধ্যে সহযোগিতা আরো জোরদার করার কথা বলেন।

ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে ড. বেলায়েতির (বামে) সাক্ষাৎ

পূর্ব গৌতায় সিরিয়ার সেনাদের বিজয়ে অভিনন্দন জানান ড. বেলায়েতি। এ বিজয়কে তিনি ইরান ও সিরিয়ার মধ্যকার কৌশলগত সম্পর্কের গুরুত্বপূর্ণ অধ্যায়  বলে অভিহিত করেন।

এর আগে ড. বেলায়েতি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে সাক্ষাৎ করেন।  এসময় তারা সন্ত্রাসবিরোধী লড়াই ও মার্কিন হুমকি মোকবেলায় ভ্রাতৃপ্রতীম দু দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাতে ওয়ালিদ আল-মুয়াল্লেম সিরিয়ার সর্বশেষ ঘটনাবলী ড. বেলায়েতিকে জানান এবং সিরিয়ার প্রতি ইরানের পূর্ণ সমর্থনের জন্য তেহরানকে ধন্যবাদ দেন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২