মার্কিন ষড়যন্ত্র দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করা হবে: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i56276-মার্কিন_ষড়যন্ত্র_দৃঢ়তার_সঙ্গে_মোকাবেলা_করা_হবে_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের জনগণ যেকোনো ষড়যন্ত্র দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করবে। আজ (মঙ্গলবার) ইরানের পূর্ব আযারবাইজান প্রদেশে এক জনসমাবেশে তিনি এ কথা বলেন। রুহানি বলেন, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও কিছু আরব দেশের ষড়যন্ত্র ইরানের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৪, ২০১৮ ১৬:১৮ Asia/Dhaka
  • ড. হাসান রুহানি
    ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের জনগণ যেকোনো ষড়যন্ত্র দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করবে। আজ (মঙ্গলবার) ইরানের পূর্ব আযারবাইজান প্রদেশে এক জনসমাবেশে তিনি এ কথা বলেন। রুহানি বলেন, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও কিছু আরব দেশের ষড়যন্ত্র ইরানের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারবে না।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকার উচিত নিজের দেয়া প্রতিশ্রুতি এবং সভ্যতা ও মানবতার প্রতি শ্রদ্ধাশীল থাকা। তবে তারা যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে ইরানের জনগণ ও সরকার দৃঢ়তার সঙ্গে যেকোনো ষড়যন্ত্র ও পরিকল্পনা নস্যাৎ করবে। 

কেউ ইরানি জাতিকে হতাশায় নিমজ্জিত করতে পারবে না বলে তিনি ঘোষণা করেন। রুহানি বলেন, ইরান শত্রুদের সম্ভাব্য সব ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি আরও বলেন, তার সরকার উন্নয়নের পথে অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং এ ক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান করবে। 

দেশের বিভিন্ন প্রদেশ সফরের কর্মসূচির অংশ হিসেবে ইরানের প্রেসিডেন্ট আজ পূর্ব আযারবাইজান প্রদেশে গেছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪