নেতানিয়াহু শিশুসুলভ হাস্যকর নাটক প্রদর্শন করেছেন: ইরান
-
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যে নয়া প্রচারণা চালিয়েছেন তাকে ‘শিশুসুলভ হাস্যকর নাটক’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান।
নেতানিয়াহু সোমবার রাতে কিছু ছবি, সিডি ও কাগজ টেলিভিশন ক্যামেরার সামনে তুলে ধরে দাবি করেছেন, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে। ইসরাইলের কাছে থাকা শত শত পরমাণু অস্ত্রের ভাণ্ডারের কথা চেপে গিয়ে নেতানিয়াহু দাবি করেন, পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর ইরান বিশ্বকে মিথ্যা বলেছে এবং পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচিকে গোপন রাখার প্রচেষ্টা জোরদার করছে।
নেতানিয়াহু এমন সময় এ হাস্যকার নাটক প্রদর্শন করেছেন যখন পাশ্চাত্যের নিয়ন্ত্রিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হওয়ার পর অন্তত ১০টি প্রতিবেদনে এ খবরের সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান এ সমঝোতা পুরোপুরি মেনে চলছে।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি নেতানিয়াহুর পক্ষ থেকে উত্থাপিত কাগজপত্রকে জাল ও ভুয়া আখ্যায়িত করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাতে ইরানের পরমাণু সমঝোতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন সে লক্ষ্যে এই পরিকল্পিত নাটক প্রদর্শন করেছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী।
ট্রাম্প এরইমধ্যে ঘোষণা করেছেন, তিনি আমেরিকাকে এই সমঝোতায় রাখবেন নাকি বের করে নেবেন সে ব্যাপারে আগামী ১২ মে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন।
এদিকে নয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইসরাইল সফর করে যাওয়ার পর নেতানিয়াহু ইরান বিরোধী নাটক প্রদর্শন করেছেন।
পর্যবেক্ষকরা মনে করছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার জন্য ট্রাম্পের হাতে তেমন কোনো অজুহাত না থাকার বিষয়টি এ সফরে পম্পেও নেতানিয়াহুকে অবহিত করেছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী জাল দলিলপত্র প্রদর্শনের মাধ্যমে ট্রাম্পকে সে অজুহাত তৈরি করে দেয়ার চেষ্টা করেছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১