ভলিবল নেশনস লিগ: এবার আর্জেন্টিনাকে হারাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i58302-ভলিবল_নেশনস_লিগ_এবার_আর্জেন্টিনাকে_হারাল_ইরান
পুরুষদের ভলিবল নেশনস লিগে এবার শক্তিশালী আর্জেন্টিনাকে ৩-২ সেটে হারিয়েছে ইরান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ০২, ২০১৮ ১৮:১৫ Asia/Dhaka
  • ইরানের জাতীয় ভলিবল দলের তিন খেলোয়াড়
    ইরানের জাতীয় ভলিবল দলের তিন খেলোয়াড়

পুরুষদের ভলিবল নেশনস লিগে এবার শক্তিশালী আর্জেন্টিনাকে ৩-২ সেটে হারিয়েছে ইরান।

আর্জেন্টিনার সান জুয়ানে শুক্রবার স্থানীয় সময় রাত রাত ৯টা ১০ মিনিটে শুরু হওয়া ম্যাচের প্রথম সেটটি ২৫-২১ পয়েন্টে জয় লাভ করে আন্তর্জাতিক ভলিবল সংস্থার (এফআইভিবি) র‍্যাংকিংয়ে সপ্তম স্থানে থাকা আর্জেন্টিনা।

এরপর তীব্র চাপ সৃষ্টি করে খেলায় ফিরে আসে ইরান। দ্বিতীয় ও তৃতীয় সেট জেতে ২৫-২২ পয়েন্টে। ২৪-২৬ পয়েন্টে চতুর্থ সেটটি জিতে  নেয় আর্জেন্টিনা। পঞ্চম সেটটিতে একতরফা আধিপত্য বিস্তার করে ১‌৫-৯ পয়েন্টে জয় লাভ করে এফআইভিবি'র র‍্যাংকিংয়ে অষ্টম স্থানে থাকা ইরান।

মিলাদ এবাদিপুর

ইরানের পক্ষে মিলাদ এবাদিপুর ১৬ এবং আমির গফুর ১১ পয়েন্ট নিয়ে দলের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পুরুষদের ভলিবল নেশনস লিগে ইরান এর আগে অস্ট্রেলিয়াকে ৩-০ সেটে হারায়। তবে ফ্রান্স এবং জাপানের কাছে ৩-১ সেটে পরাজিত হয়। আগামীকাল ইরান কানাডার মোকাবেলা করবে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২