ঈদুল ফিতর উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতার শুভেচ্ছা (বাংলা সাবটাইটেলসহ ভিডিও)
https://parstoday.ir/bn/news/iran-i59002-ঈদুল_ফিতর_উপলক্ষে_ইরানের_সর্বোচ্চ_নেতার_শুভেচ্ছা_(বাংলা_সাবটাইটেলসহ_ভিডিও)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জুন ১৪, ২০১৮ ২১:১০ Asia/Dhaka

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি তাঁর শুভেচ্ছাবানীতে বলেছেন,এই ঈদে জনগণকে দুটি মৌলিক বিষয়ের প্রতি আমন্ত্রণ জানানো হয়েছে। তৌহিদের প্রতি এবং ঐক্যের প্রতি।

তৌহিদ হলো সেই গভীর অর্থবহ বিষয় যার অস্তিত্ব উপলব্ধি করা যায় ঈদের নামাজে। আর ঐক্যের উৎস প্রকৃতপক্ষে সেই তৌহিদের ভিত্তিমূলেই প্রোথিত।

সেটা হলো মুসলমানদের অভিন্ন আত্মা ও মন। একদেহে এক প্রাণে তারা পাশাপাশি দাঁড়িয়ে ঈদের সামাজিকতায় নামাজ আদায় করে। তাদের অন্তরগুলো থাকে একই কেন্দ্রমুখী- ঐশী মহিমার কেন্দ্র,সত্য ও রহমতের শক্তির কেন্দ্র। আজ সেরকমই একটি দিন।

পার্সটুডে/মো.আবুসাঈদ/নাসির মাহমুদ/১৪