সুখোই বিমান উন্নত করছে ইরান; বসছে ক্রুজ ক্ষেপণাস্ত্র
https://parstoday.ir/bn/news/iran-i60342-সুখোই_বিমান_উন্নত_করছে_ইরান_বসছে_ক্রুজ_ক্ষেপণাস্ত্র
রাশিয়া থেকে কেনা সুখোই এসইউ-২২ জঙ্গিবিমানকে আরো উন্নত করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। শিগিগিরি এসব বিমানে ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো হবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ২৬, ২০১৮ ০৮:০১ Asia/Dhaka
  • ইরানের সুখোই এসইউ-২২ জঙ্গিবিমান
    ইরানের সুখোই এসইউ-২২ জঙ্গিবিমান

রাশিয়া থেকে কেনা সুখোই এসইউ-২২ জঙ্গিবিমানকে আরো উন্নত করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। শিগিগিরি এসব বিমানে ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো হবে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ গতকাল (বুধবার) একথা জানিয়েছেন। তিনি বলেন, এরইমধ্যে ১০টি বিমান উন্নত করা হয়েছে এবং সেগুলোতে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নাসর-১ ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানা হবে।

নাসর-১ ক্রুজ ক্ষেপণাস্ত্র

জেনারেল হাজিজাজেদ জানান,  নাসর-১ হচ্ছে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র যা অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে। এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১,৫০০ কিলোমিটার। তিনি বলেন, সুখোই বিমান উন্নত করার ফলে তাতে স্মার্ট বোমা বসানো যাবে এবং কয়েক কিলোমিটার দূরে অবস্থান করা ড্রোন ও সুখোই বিমানের মধ্যে তথ্যের আদান-প্রদান করা যাবে। এ বিমান শব্দের চেয়ে অনেক বেশি গতিতে চলতে পারে এবং ৫০ হাজার ফুট উপর দিয়ে উড়তে পারে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬