'আমরা এখন শত্রুদের অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের বিরুদ্ধে লড়ছি'
https://parstoday.ir/bn/news/iran-i63419-'আমরা_এখন_শত্রুদের_অর্থনৈতিক_ও_মনস্তাত্ত্বিক_যুদ্ধের_বিরুদ্ধে_লড়ছি'
ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি বলেছেন, আমরা এখন শত্রুদের চাপিয়ে দেয়া অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের বিরুদ্ধে লড়াই করছি এবং বর্তমান সংকট কাটিয়ে উঠতে আমরা সক্ষম হব। আজ তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেছেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
আগস্ট ১০, ২০১৮ ১৮:২৫ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি
    আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি

ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি বলেছেন, আমরা এখন শত্রুদের চাপিয়ে দেয়া অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের বিরুদ্ধে লড়াই করছি এবং বর্তমান সংকট কাটিয়ে উঠতে আমরা সক্ষম হব। আজ তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেছেন।

তেহরানের জুমা নামাজের খতিব আলোচনায় বসার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের কথা উল্লেখ করে বলেছেন, আলোচনার মাধ্যমে ইরানের ওপর চাপ সৃষ্টি করে অশুভ উদ্দেশ্য হাসিল করাই শত্রুদের প্রধান লক্ষ্য। কিন্তু তাদের এটা জেনে রাখা উচিত ইরান কখনো আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করবে না।

আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি আরো বলেছেন, আমেরিকা বলদর্পিতার মাধ্যমে, দখলদার ইসরাইল ষড়যন্ত্রের মাধ্যমে এবং সৌদি আরব বিপুল অর্থ ব্যয় করে মুসলিম বিশ্বে উত্তেজনা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাই মুসলমানদের উচিত অত্যন্ত সতর্ক হওয়া এবং নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১০