বিশ্বের সব দেশের উচিৎ মার্কিন বলদর্পি নীতির মোকাবেলা করা: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i64355-বিশ্বের_সব_দেশের_উচিৎ_মার্কিন_বলদর্পি_নীতির_মোকাবেলা_করা_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, বিশ্বের সব দেশেরই উচিৎ মার্কিন বলদর্পি নীতির মোকাবেলা করা। ইরান, আফগানিস্তান ও ভারতের অংশগ্রহণে কাবুলে যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তা মার্কিন বলদর্পিতা মোকাবেলায় ভূমিকা রাখতে পারে। তিনি আজ (সোমবার) তেহরানে দেশি-বিদেশি সাংবাদিকদের এক সমাবেশে এসব কথা বলেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৮ ১৭:১৪ Asia/Dhaka
  • বিশ্বের সব দেশের উচিৎ মার্কিন বলদর্পি নীতির মোকাবেলা করা: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, বিশ্বের সব দেশেরই উচিৎ মার্কিন বলদর্পি নীতির মোকাবেলা করা। ইরান, আফগানিস্তান ও ভারতের অংশগ্রহণে কাবুলে যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তা মার্কিন বলদর্পিতা মোকাবেলায় ভূমিকা রাখতে পারে। তিনি আজ (সোমবার) তেহরানে দেশি-বিদেশি সাংবাদিকদের এক সমাবেশে এসব কথা বলেন।

তিন দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনের ফলাফলকে তিনি ইতিবাচক হিসেবে বর্ণনা করেন। ইরাকের বসরায় ইরানের কনস্যুলেটে অগ্নিসংযোগ এবং ফ্রান্সের প্যারিসে ইরানি দূতাবাসে হামলা প্রসঙ্গে তিনি বলেন, এই দু'টি ঘটনার একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক নেই।

বাহরাম কাসেমি বলেন, বসরায় ইরানি কনস্যুলেটে আগুন দিয়ে দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করেছে কিন্তু ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। আর ফ্রান্সের প্যারিসে ইরানি দূতাবাসে হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী। ফ্রান্স সরকার হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ইরানকে নতুন প্রস্তাব দিয়েছে বলে তিনি জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নতুন প্রস্তাব ইরানের চাহিদাগুলো পূরণ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। যদিও এর আগের প্রস্তাবে সন্তুষ্ট হতে পারে নি তেহরান।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭