বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধির জন্য দায়ী কে?
https://parstoday.ir/bn/news/iran-i64586
ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসাত্মক নীতি দায়ী। তিনি আজ (বুধবার) তেহরানে সাংবাদিকদের এ কথা বলেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৮ ১৮:৪৭ Asia/Dhaka
  • বিজান নামদার জাঙ্গানে
    বিজান নামদার জাঙ্গানে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসাত্মক নীতি দায়ী। তিনি আজ (বুধবার) তেহরানে সাংবাদিকদের এ কথা বলেছেন।

ইরানের তেলমন্ত্রী বলেন, তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল বিক্রি আটকে দেওয়ার যে নীতি গ্রহণ করেছে তা তেলের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ কারণে তেলের দাম কমানো সম্ভব হবে না। 

ডোনাল্ড ট্রাম্প

বিজান নামদার জাঙ্গানে বলেন, বিশ্ব বাজারে তেলের দাম কমানোর জন্য মধ্যপ্রাচ্যে আমেরিকার অনাকাঙ্খিত ও উত্তেজনাকর হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ইরানের তেল বিক্রির ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। ইউরোপও এই বাস্তবতা স্বীকার করছে। 

ইরানের সঙ্গে ব্যাংকিং লেনদেনের জন্য বিশেষ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, চীন, রাশিয়া  এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেনি তিনি। 

ইরানের তেলমন্ত্রী বলেন, ইউরোপের দেশগুলো ওই প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে আন্তরিক এবং এ ক্ষেত্রে সবারই রাজনৈতিক সদিচ্ছা রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭