ইউরোপের সঙ্গে সহযোগিতার ধরণ চূড়ান্ত করা হচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i64707
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, পরমাণু সমঝোতায় ইরানের স্বার্থ নিশ্চিত করার বিষয়ে ইরান ও ইউরোপ অনেকটা কাছাকাছি অবস্থানে পৌঁছেছে। সহযোগিতার ধরণ চূড়ান্ত করার কাজ চলছে। তিনি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ০১, ২০১৮ ১৮:৩৮ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, পরমাণু সমঝোতায় ইরানের স্বার্থ নিশ্চিত করার বিষয়ে ইরান ও ইউরোপ অনেকটা কাছাকাছি অবস্থানে পৌঁছেছে। সহযোগিতার ধরণ চূড়ান্ত করার কাজ চলছে। তিনি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

বাহরাম কাসেমি বলেন, ব্যাপক আলোচনা ও সফরের পর ইরান ও ইউরোপ সহযোগিতা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে আমেরিকার ষড়যন্ত্র মোকাবেলায় এ বিষয়ে খুঁটিনাটি প্রকাশ করা হবে না। ইউরোপ ও ইরানের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার ক্ষেত্রে আমেরিকা নাশকতা চালাতে পারবে না বলে তিনি জানান।

কাসেমি ইউরোপের সঙ্গে তেল রপ্তানি ক্ষেত্রে সমঝোতা প্রসঙ্গে বলেন, পরমাণু সমঝোতার ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন, চীন ও রাশিয়ার সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপীয় ইউনিয়ন বা অন্য কোনো দেশ ইরানের স্বার্থ নিশ্চিত না করলে জাতীয় স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরান ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে মধ্যস্থতা করার যে প্রস্তাব দিয়েছেন সে প্রসঙ্গে কাসেমি বলেন, অবৈধ ইহুদিবাদী ইসরাইল সম্পর্কে ইসলামি ইরানের অবস্থান সবার কাছেই পরিষ্কার। ইহুদিবাদী ইসরাইলকে ইরান স্বীকৃতি দেয় না। ইসরাইলের সঙ্গে কখনোই মধ্যস্থতা মেনে নেয়া হবে না। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১