আফগান সংসদ নির্বাচন সুষ্ঠু হবে, প্রত্যাশা ইরানের
https://parstoday.ir/bn/news/iran-i65051
ইসলামি প্রজাতন্ত্র ইরানের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আফগানিস্তান হচ্ছে ইরানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। এই দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো দরকার। আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ১৫, ২০১৮ ১৭:৪১ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আফগানিস্তান হচ্ছে ইরানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। এই দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো দরকার। আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

আফগানিস্তানে আগামী ২০ অক্টোবর অনুষ্ঠেয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, ইরান আশা করছে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সম্ভাব্য ফলাফলের প্রতি ইরান সম্মান জানাবে।

সিরিয়া পুনর্গঠনে ইরানের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সিরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে ইরান সামরিক উপদেষ্টা পাঠিয়েছে। দেশটির পুনর্গঠনেও ইরান অংশ নেবে। 

তিনি বলেন, আমেরিকা সিরিয়ায় হস্তক্ষেপ করছে। সেদেশে মার্কিন উপস্থিতির কোনো বৈধতা নেই। কারণ আমেরিকা সিরিয়ার সরকারের অনুমতি ছাড়াই সেখানে অবস্থান করছে। 

সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে সব ধরনের হস্তক্ষেপ অবিলম্বে বন্ধের আহ্বান জানান বাহরাম কাসেমি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫