নিষেধাজ্ঞা দিয়ে ইরানের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না আমেরিকা: সালেহি
https://parstoday.ir/bn/news/iran-i65742-নিষেধাজ্ঞা_দিয়ে_ইরানের_অগ্রযাত্রা_ঠেকাতে_পারবে_না_আমেরিকা_সালেহি
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিসহ অন্যান্য শিল্পে ইরানের চোখধাধানো অর্জনগুলো গোটা বিশ্বকে হতবাক করেছে। তিনি রোববার ইরানের কাজভিন শহরে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির অর্জন বিষয়ক এক প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ১২, ২০১৮ ০৯:৫৭ Asia/Dhaka
  • আলী আকবর সালেহি
    আলী আকবর সালেহি

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিসহ অন্যান্য শিল্পে ইরানের চোখধাধানো অর্জনগুলো গোটা বিশ্বকে হতবাক করেছে। তিনি রোববার ইরানের কাজভিন শহরে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির অর্জন বিষয়ক এক প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালেহি বলেন, ইসলামি বিপ্লবের পর গত ৪০ বছরে সব ধরনের চাপ, হুমকি, সীমাবদ্ধতা, আট বছরের যুদ্ধ এবং কঠোর নিষেধাজ্ঞা মোকাবিলা করে ইরান সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের এই অগ্রযাত্রা রোধ করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সালেহি

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানের জনগণ নিষেধাজ্ঞায় অভ্যস্ত হয়ে গেছে। কাজেই মার্কিন নিষেধাজ্ঞা এদেশের জনগণকে চমক দিতে পারেনি।

আলী আকবর সালেহি বলেন, ইরান বর্তমানে এমন এক অবস্থানে পৌঁছেছে যে, সেদেশের পরমাণু কর্মসূচির পাশাপাশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের কথা এখন বিশ্বব্যাপী মানুষের মুখে মুখে শোনা যায়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২