নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে আলোচনায় বাধ্য করা যাবে না: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i65957-নিষেধাজ্ঞা_দিয়ে_ইরানকে_আলোচনায়_বাধ্য_করা_যাবে_না_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা তার দেশকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে পারবে না বরং নিষেধাজ্ঞার ফলে ইরানের প্রতিরোধ করার মানসিকতা শক্তিশালী হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২০, ২০১৮ ০৭:২২ Asia/Dhaka
  • নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে আলোচনায় বাধ্য করা যাবে না: জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা তার দেশকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে পারবে না বরং নিষেধাজ্ঞার ফলে ইরানের প্রতিরোধ করার মানসিকতা শক্তিশালী হবে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে জারিফ এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানি জনগণ কখনোই বাইরের চাপে নতি স্বীকার করেনি এবং এবারের চাপেও আত্মসমর্পন করবে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

খাদ্য ও ওষুধের মতো মানবিক পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে দাবি করেছেন তা নাকচ করে দেন জারিফ। তিনি বলেন, আমেরিকা ইরানের আর্থিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে যেকোনো পণ্য আমদানি করতে ইরানকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।  

ইউরোপের পক্ষ থেকে ইরানের আর্থিক লেনদেন চালু রাখার বিশেষ ব্যবস্থা প্রতিষ্ঠায় কালক্ষেপনে অসন্তোষ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, ইউরোপীয়রা পরমাণু সমঝোতার ব্যাপারে রাজনৈতিক প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে গড়িমসি করছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০