ইসলামি প্রতিরোধ আন্দোলন আমেরিকাকে হতাশ করছে: সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i66098-ইসলামি_প্রতিরোধ_আন্দোলন_আমেরিকাকে_হতাশ_করছে_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বিশ্বজুড়ে যে ইসলামভিত্তিক প্রতিরোধ আন্দোলন গড়ে উঠছে তাতে বলদর্পী শক্তিগুলো বিশেষ করে আমেরিকা হতাশ হয়ে পড়ছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্য নিয়ে আমেরিকার এত বেশি স্পর্শকাতরতার কারণ হচ্ছে ইসলাম ও ইসলামি জাগরণ আমেরিকাকে হুমকির মুখে ফেলেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৫, ২০১৮ ১৭:২৮ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন সর্বোচ্চ নেতা
    বক্তব্য রাখছেন সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বিশ্বজুড়ে যে ইসলামভিত্তিক প্রতিরোধ আন্দোলন গড়ে উঠছে তাতে বলদর্পী শক্তিগুলো বিশেষ করে আমেরিকা হতাশ হয়ে পড়ছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্য নিয়ে আমেরিকার এত বেশি স্পর্শকাতরতার কারণ হচ্ছে ইসলাম ও ইসলামি জাগরণ আমেরিকাকে হুমকির মুখে ফেলেছে।

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ইসলামি ঐক্য সম্মেলনে অংশগ্রহণকারীরা আজ (রোববার) সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে ইসলাম গ্রহণের চেতনা এবং ইসলামি জাগরণের কারণে মধ্যপ্রাচ্য নিয়ে ক্রিমিনাল ও বড় শয়তান আমেরিকার এত মাথা ব্যথা।

সর্বোচ্চ নেতার বক্তব্য শুনছেন ইসলামি ঐক্য সম্মেলনে অংশগ্রহণকারীরা

সর্বোচ্চ নেতা বলেন, “বিশ্বের যেখানেই ইসলাম মানুষের হৃদয় ও মন জয় করেছে সেখানেই বলদর্পী শক্তিগুলো থাপ্পড় খেয়েছে এবং আমরা মনেপ্রাণে বিশ্বাস করি যে, বলদর্পী আমেরিকা এ অঞ্চলে ইসলামি জাগরণের কারণে আবারো থাপ্পড় খাবে।” মধ্যপ্রাচ্যে ইসলামি জাগরণ ও প্রতিরোধ যতটা সম্ভব জোরদার করার জন্য চিন্তাবিদ ও ইসলামি বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান সর্বোচ্চ নেতা। তিনি বলেন, একমাত্র এই চিন্তা-চেতনা ছড়িয়ে দেয়ার মাধ্যমেই এই অঞ্চলের সমস্যা সমাধান করা সম্ভব।#    

পার্সটুডে/এসআইবি/২৫