২০১৯ সালের আগেই ইউরোপ প্রতিশ্রুতি পূরণ করবে: ইরানের আশা
https://parstoday.ir/bn/news/iran-i66380-২০১৯_সালের_আগেই_ইউরোপ_প্রতিশ্রুতি_পূরণ_করবে_ইরানের_আশা
পরমাণু সমঝোতা রক্ষার বিষয়ে ইউরোপের দেশগুলো ২০১৯ সাল শুরুর আগেই তাদের প্রতিশ্রুতি পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ০৬, ২০১৮ ১৮:০৭ Asia/Dhaka
  • আলী আকবর সালেহি
    আলী আকবর সালেহি

পরমাণু সমঝোতা রক্ষার বিষয়ে ইউরোপের দেশগুলো ২০১৯ সাল শুরুর আগেই তাদের প্রতিশ্রুতি পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি।

গত মে মাসে আমেরিকা ঐতিহাসিক পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায়। এরপর সমঝোতা রক্ষার বিষয়ে প্রতিশ্রুতি দেয় ইউরোপের দেশগুলো। এ প্রসঙ্গে সালেহি বলেন,  পরমাণু সমঝোতা নিয়ে এসব দেশ যে প্রতিশ্রুতি দিয়েছে তার প্রতি তাদের সম্মান দেখানো উচিত যাতে কাঙ্ক্ষিত অর্থনৈতিক সুবিধা পেতে পারে তেহরান। 

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, ইউরোপীয়দের দাবি অনুযায়ী তেহরানকে বিশেষ সুবিধা দেয়ার জন্য তারা যে এসভিপি চালুর প্রতিশ্রুতি দিয়েছে তা প্রস্তুতের চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইউরোপ। এ অবস্থায় সালেহি আশা করেন দ্রুতই ইউরোপ এসব বাধা দূর করে ইরানকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

ইউরোপীয় ইউনিয়ন বলছে, ২৭টি দেশের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা সহজ কাজ নয়। পাশাপাশি ইরানকে যে সুবিধা দিতে চাইছে ইউরোপ তাতে বাধা সৃষ্টি করছে আমেরিকা।#

পার্সটুডে/এসআইবি/৬