নতুন বছর: ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন বার্তা
https://parstoday.ir/bn/news/iran-i67027-নতুন_বছর_ইরানি_প্রেসিডেন্ট_ও_পররাষ্ট্রমন্ত্রীর_অভিনন্দন_বার্তা
নতুন বছর উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বিশ্ব নেতা এবং ইরানে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়কে অভিনন্দন জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০১, ২০১৯ ১৯:০৫ Asia/Dhaka
  • আলফ্রেড গ্যাবরির পরিবারের সঙ্গে প্রেসিডেন্ট রুহানির সাক্ষাৎ
    আলফ্রেড গ্যাবরির পরিবারের সঙ্গে প্রেসিডেন্ট রুহানির সাক্ষাৎ

নতুন বছর উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বিশ্ব নেতা এবং ইরানে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়কে অভিনন্দন জানিয়েছেন।

প্রেসিডেন্ট রুহানি তার বার্তায় আশা করেছেন, সম্মিলিত প্রচেষ্টার ফলে বিশ্ব নতুন বছরে বৃহত্তর কল্যাণ ও সমৃদ্ধি দেখবে। এছাড়া, নতুন বছরের প্রাক্কালে তিনি আর্মেনিয় বংশোদ্ভূত ইরানি নাগরিক আলফ্রেড গ্যাবরি ও যুদ্ধফেরত হাসু কেশিশ দানিলিয়ানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ দুজন ইরান-ইরাক যুদ্ধে অংশ নেন এবং আলফ্রেড গ্যাবরি যুদ্ধে নিহত হয়েছিলেন। বিশাল ধৈর্য্য ও ত্যাগের জন্য প্রেসিডেন্ট রুহানি গ্যাবরির মা-বাবার প্রশংসা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ

এদিকে, নতুন বছর উপলক্ষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বিশ্ববাসীর জন্য শান্তি কামনা করেছেন। একইসঙ্গে তিনি সন্ত্রাসবাদের অবসান, যুদ্ধ ও ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সম্মিলিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। গতকাল জারিফ তার টুইটার পেইজে এসব কথা বলেছেন। তিনি আশা করেন, কোনো নিরাপরাধ নারী, পুরুষ কিংবা কোনো শিশু সন্ত্রাস, যুদ্ধ এবং ক্ষুধায় জীবন দেবে না।#

পার্সটুডে/এসআইবি/১