‘আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তালেবানের সঙ্গে আলোচনা করেছে ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i67128-আফগানিস্তানে_শান্তি_প্রতিষ্ঠার_লক্ষ্যে_তালেবানের_সঙ্গে_আলোচনা_করেছে_ইরান’
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার দেশের সমর্থন রয়েছে। আফগানিস্তান সফররত আরাকচি শনিবার কাবুলে দেশটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে এক সাক্ষাতে ওই সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, আফগান সরকার ও সেদেশের শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন দিয়ে যাবে ইরান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ০৬, ২০১৯ ০৭:৫২ Asia/Dhaka
  • শনিবার কাবুলে আব্দুল্লাহ আব্দুল্লাহর (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন আব্বাস আরাকচি
    শনিবার কাবুলে আব্দুল্লাহ আব্দুল্লাহর (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন আব্বাস আরাকচি

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার দেশের সমর্থন রয়েছে। আফগানিস্তান সফররত আরাকচি শনিবার কাবুলে দেশটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে এক সাক্ষাতে ওই সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, আফগান সরকার ও সেদেশের শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন দিয়ে যাবে ইরান।

গতমাসে তেহরানে আফগানিস্তানের তালেবানের সঙ্গে ইরানের আলোচনা প্রসঙ্গে আরাকচি বলেন, কাবুল সরকারের সঙ্গে সমন্বয় করে তালেবানের সঙ্গে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত সপ্তাহে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি তালেবানের সঙ্গে তেহরানের আলোচনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আফগানিস্তানে সংঘর্ষ ও রক্তপাত বন্ধ করার উদ্দেশ্যে তালেবানের সঙ্গে আলোচনা করেছে তেহরান।

তালেবান বর্তমানে আফগানিস্তানের বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে

আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাতে ইরান ও আফগানিস্তানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন আব্বাস আরাকচি। তিনি বলেন, আগামী দু’সপ্তাহেরও কম সময়ের মধ্যে দু’দেশের মধ্যে সহযোগিতা বিষয়ক একটি মেমোরেন্ডাম চূড়ান্ত হবে।

সাক্ষাতে ওই মেমোরেন্ডাম চূড়ান্ত করতে তার দেশের পূর্ণ সহযোগিতার কথা জানান আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ। তিনি তার দেশে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে তালেবানের সঙ্গে তেহরানের আলোচনার বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেন, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গত কয়েক বছরে আফগান সরকারের অর্জনকে উপেক্ষা করা যাবে না। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬