‘সাম্রাজ্যবাদ বিরোধী গণমাধ্যমের টুটি চেপে ধরতে চায় আমেরিকা’
(last modified Wed, 16 Jan 2019 13:33:41 GMT )
জানুয়ারি ১৬, ২০১৯ ১৯:৩৩ Asia/Dhaka
  • ড. পেইমান জেবেলি
    ড. পেইমান জেবেলি

ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির মার্কিন সাংবাদিক মার্জিয়া হাশেমিকে আমেরিকায় গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেস টিভির প্রধান ড. পেইমান জেবেলি। তিনি বলেছেন, প্রয়োজনীয় আইনি লড়াই চালিয়ে এই প্রখ্যাত টিভি উপস্থাপককে যত দ্রুত সম্ভব মুক্তির ব্যবস্থা করা হবে।

প্রেস টিভির পাশাপাশি ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের প্রধানেরও দায়িত্ব পালন করছেন জেবেলি।

তিনি আজ (বুধবার) প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের ইহুদিবাদ বিরোধী গণমাধ্যমের টুটি চেপে ধরার লক্ষ্যে আমেরিকা এই সাংবাদিককে আটক করেছে।

তিনি অভিযোগ করেন, মার্জিয়া হাশেমিকে আমেরিকার বন্দি শিবিরে অত্যন্ত অমানবিক ও অনৈতিক পরিস্থিতিতে রাখা হয়েছে। জেবেলি বলেন, “আমরা জানতে পেরেছি তাকে কোনো অভিযোগ ছাড়াই অত্যন্ত দুর্বিসহ পরিস্থিতিতে রাখা হয়েছে। তাকে হিজাব খুলে ফেলতে বাধ্য করা হয়েছে। অথচ তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম নারী হিসেবে কখনো প্রকাশ্য স্থানে হিজাব খোলেননি।” তিনি মার্কিন নিরাপত্তা বাহিনীর এ কাজকে ‘অমার্জনীয় অনৈতিক কাজ’ বলে অভিহিত করেন।

মার্জিয়া হাশেমি (ফাইল ছবি)

প্রেস টিভি’র প্রধান বলেন, ‘মার্জিয়া মার্কিন কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন, মুসলিম নারী হিসেবে তিনি শুকরের মাংস খেতে পারবেন না। কিন্তু কর্তৃপক্ষ তাকে সাফ বলে দিয়েছে, তাকে কারাগারে যে খাবার আছে তা-ই খেতে হবে। আমরা যতদূর জানতে পেরেছি, তিনি শুধুমাত্র বিস্কিট খেয়ে বেঁচে আছেন।”

এ অবস্থায় প্রেস টিভির এই সাংবাদিক ও নিউজ প্রেজেন্টারের কোনো ক্ষতি হলে সেজন্য মার্কিন সরকারকে দায়ী থাকতে হবে বলে জেবেলি হুঁশিয়ারি উচ্চারণ করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬                       

#FreeMarziehHashemi

#Pray4MarziehHashemi

ট্যাগ