পরমাণু সমঝোতার প্রতি সমর্থন অব্যাহত রাখবে জাপান
https://parstoday.ir/bn/news/iran-i68116-পরমাণু_সমঝোতার_প্রতি_সমর্থন_অব্যাহত_রাখবে_জাপান
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, তার দেশ ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি সমর্থন দেয়া অব্যাহত রাখবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৯ ২১:৩৩ Asia/Dhaka
  • বৈঠকে আলী লারিজানি (বামে) ও শিনজো অ্যাবে
    বৈঠকে আলী লারিজানি (বামে) ও শিনজো অ্যাবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, তার দেশ ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি সমর্থন দেয়া অব্যাহত রাখবে।

ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানির সঙ্গে বৈঠকে তিনি একথা বলেছেন। তিনি আরো বলেন, গত বছরের মে মাসে আমেরিকা এ সমঝোতা থেকে সরে গেলেও ইরান তা বাস্তবায়ন করে চলেছে যা প্রশংসারযোগ্য। শিনোজা অ্যাবে আশা করেন, ইরান-জাপান দ্বিপক্ষীয় সম্পর্কের ৯০তম বার্ষিকীতে দু দেশের সম্পর্ক আরো জোরদার হবে।

অ্যাবের সঙ্গে বৈঠকের পর লারিজানি সংবাদ সম্মেলনে পোল্যান্ডে অনুষ্ঠিত কথিত আন্তর্জাতিক বৈঠকের সমালোচনা করেন। ইরানের ওপর চাপ সৃষ্টির জন্য মার্কিন উদ্যোগে এ বৈঠক করা হয়েছে। তিনি বলেন, আমেরিকা আন্তর্জাতিক সম্মেলনের নামে ইরান-বিরোধী সার্কাস শুরু করেছে। তিনি বলেন, যদি মার্কিন নিষেধাজ্ঞা ইরানের ওপর প্রভাব ফেলত তাহলে ওয়াশিংটন এ সম্মেলনের আয়োজন করত না।

লারিজানি বলেন, কোনো দূরদৃষ্টিসম্পন্ন দেশ এ সম্মেলনে যোগ দেয় নি, এতে যোগ দেয়ার কোনো মূল্যও নেই।#

পার্সটুডে/এসআইবি/১৪