আত্মঘাতি বোমা হামলাকারী ছিল পাকিস্তানের নাগরিক: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i68241-আত্মঘাতি_বোমা_হামলাকারী_ছিল_পাকিস্তানের_নাগরিক_আইআরজিসি
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত বুধবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র জওয়ানদের ওপর আত্মঘাতী বোমা হামলাকারীসহ এ ঘটনায় জড়িত আরো দুই সন্ত্রাসী ছিল পাকিস্তানের নাগরিক। আইআরজিসি’র স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর এ তথ্য জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০১৯ ০৬:৪৫ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর
    ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত বুধবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র জওয়ানদের ওপর আত্মঘাতী বোমা হামলাকারীসহ এ ঘটনায় জড়িত আরো দুই সন্ত্রাসী ছিল পাকিস্তানের নাগরিক। আইআরজিসি’র স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর এ তথ্য জানিয়েছেন।

ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে মঙ্গলবার তেহরানে অনুষ্ঠিত এক শোকানুষ্ঠানে জেনারেল পাকপুর প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানান, ওই পাকিস্তানি আত্মঘাতি হামলাকারীর নাম হাফিজ মোহাম্মাদ আলী।

গত ‌‌১৩ ফেব্রুয়ারি ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের একটি মহাসড়কে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জওয়ানদের বহনকারী একটি বাসে ভয়াবহ গাড়িবোমা হামলায় ২৭ জন নিহত ও ১৩ জন আহত হন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জেইশুজ জুলুম এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

শোকানুষ্ঠানে অশ্রু মোছার চেষ্টা করছেন সহকর্মীদের শোকে কাতর একজন কমান্ডার

জেনারেল পাকপুর বলেন, আইআরজিসি’র জওয়ানদের বহনকারী বাসে আত্মঘাতি হামলা পরিচালনাকারী বোমাবাহী গাড়িটি বিস্তারিত তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গাড়ির রেজিস্ট্রেশনের সূত্র ধরে হামলায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের আস্তানা গুঁড়িয়ে দেয়া হয় বলে তিনি জানান।

জেনারেল পাকপুর বলেন, এই হামলায় জড়িত অপর তিন সন্ত্রাসী ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের নাগরিক। তাদের দু’জনকে আটক করা হয়েছে এবং তৃতীয় জনকে এখনো ধরা যায়নি। আইআরজিসি’র এই জেনারেল বলেন, সন্ত্রাসীদের চক্রটির হাতে অত্যাধুনিক প্রযুক্তি ও অস্ত্রসস্ত্র ছিল এবং তারা ইরানে আরো অনেক বড় বড় হামলা চালানো পরিকল্পনা করেছিল। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০