ব্যাপক আর্থিক ক্ষতির মুখে বোয়িং; ইরানেও নিষিদ্ধ হলো ৭৩৭ ম্যাক্স
https://parstoday.ir/bn/news/iran-i68865-ব্যাপক_আর্থিক_ক্ষতির_মুখে_বোয়িং_ইরানেও_নিষিদ্ধ_হলো_৭৩৭_ম্যাক্স
‌ইরানের আকাশেও বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের বিমান নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের বেশ কয়েকটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই বিমান নিষিদ্ধ করার পর ইরানের পক্ষ থেকেও একই পদক্ষেপ নেয়া হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৫, ২০১৯ ১৫:৩৪ Asia/Dhaka
  • বোয়িং ৭৩৭
    বোয়িং ৭৩৭

‌ইরানের আকাশেও বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের বিমান নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের বেশ কয়েকটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই বিমান নিষিদ্ধ করার পর ইরানের পক্ষ থেকেও একই পদক্ষেপ নেয়া হয়েছে।

ইরানের বিমান সংস্থার মুখপাত্র রেজা জাফারযাদে বলেছেন, বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের কোনো বিমান এখন থেকে ইরানের আকাশেও উড়তে পারবে না। এর আগে সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া,অস্ট্রেলিয়া ও ব্রিটেনসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ ওই বিমানের ওঠা-নামা নিষিদ্ধ করেছে।

রোববার ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ জন আরোহীর সবাই মারা যাওয়ার পর বোয়িংয়ের এই মডেলের বিমানের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত বছর অক্টোবরে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের যে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছিল সেটিও ছিল ৭৩৭ ম্যাক্স। 

বিশ্বের বিভিন্ন দেশের এ ধরণের সিদ্ধান্তের ফলে বোয়িং কোম্পানি বড় ধরণের ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে। কারণ চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বোয়িং বিভিন্ন ধরণের ৫,০১১ টি ম্যাক্স বিমানের অর্ডার পেয়েছে। এখন পর্যন্ত সরবরাহ করেছে ৩৫০টি। খোদ ইথিওপিয়ার বিমান সংস্থা মার্কিন বোয়িংয়ের সঙ্গে ম্যাক্স মডেলের ৩০টি বিমান কেনার চুক্তি করেছিল। হাজার হাজার বিমানের এসব অর্ডার এখন বাতিল হওয়ার মুখে।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন