‘ইরাকি রাসায়নিক হামলার কথা ইরানিরা কখনো ভুলে যাবে না’
https://parstoday.ir/bn/news/iran-i68914-ইরাকি_রাসায়নিক_হামলার_কথা_ইরানিরা_কখনো_ভুলে_যাবে_না’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইরাকের হালাবজা এবং ইরানি শহর সারদাশতে সাদ্দাম সরকারের রাাসয়নিক হামলার কথা উল্লেখ করে বলেছেন, কুর্দি ভাইদের সঙ্গে ইরানি জনগণ কখনো ওই নৃশংস হামলার কথা ভুলে যাবে না। গতকাল (শনিবার) তিনি এক টুইটার পোস্টে এসব কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৭, ২০১৯ ১৩:৪৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইরাকের হালাবজা এবং ইরানি শহর সারদাশতে সাদ্দাম সরকারের রাাসয়নিক হামলার কথা উল্লেখ করে বলেছেন, কুর্দি ভাইদের সঙ্গে ইরানি জনগণ কখনো ওই নৃশংস হামলার কথা ভুলে যাবে না। গতকাল (শনিবার) তিনি এক টুইটার পোস্টে এসব কথা বলেন।

পশ্চিমা দেশগুলোর প্রতি ইঙ্গিত করে টুইটার পোস্টে জারিফ বলেন, “প্রথমে তারা অস্বীকার করল, তারপর তারা ইরানকে দোষী করল। যখন পরিষ্কার হলো যে, তাদের দেয়া রাসায়নিক অস্ত্র তাদেরই মিত্র ব্যবহার করেছে তখন তারা চুপ হয়ে গেল। পশ্চিমারা ৩১ বছর আগে হালাবজা ও সারদাশতে সেই ভয়াবহ হামলার কথা ভুলে যেতে পারে কিন্তু আমরা এবং আমাদের কুর্দি ভাইয়েরা তা কখনো ভুলে যেতে পারব না।”

ইরাকের হালাবজায় রাসায়নিক হামলা চারিয়ে নিজের দেশের নাগরিক হত্যা করেন সাদ্দাম হোসেন

১৯৮৮ সালের ১৬ মার্চ ইরাকের সাদ্দাম সরকার হালবাজায় রাসায়নিক হামলা চালায়। এতে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত ও কমপক্ষে ১০ হাজার আহত হয়। এর এক বছর আগে ১৯৮৭ সালের জুন মাসে ইরানের সারদাশত শহরে ইরাকি বাহিনী রাসায়নিক হামলা চালিয়ে ৬৫০ জন ইরানি নাগরিককে হত্যা করে।

রাাসয়নিক বোমা হামলার শিকার এক কুর্দি পিতা ও তার হতভাগ্য শিশু

এ সম্পর্কে জাওয়াদ জারিফ আরো বলেন, পশ্চিমা সরকারগুলো সবসময় ইরাকের রাসায়নিক হামলার ঘটনায় তাদের ভূমিকা গোপন রাখার চেষ্টা করেছে এবং এখন তা মুছে দেয়ার চেষ্টা করছে। কিন্তু ইরান ও কুর্দি ভাইয়েরা তা কখনো হতে দেবে না।#

পার্সটুডে/এসআইবি/১৭