নওরোজের প্রাক্কালে আরাক এবং ব'জনুর‌্দের বাজার
(last modified Mon, 18 Mar 2019 12:43:20 GMT )
মার্চ ১৮, ২০১৯ ১৮:৪৩ Asia/Dhaka
  • বজনুর্‌দের বাজার
    বজনুর্‌দের বাজার

ইরানের সবচেয়ে বড় উৎসব নওরোজ। আর মাত্র দু'টো দিন পেরলেই গোটা ইরানে এ উৎসবের নির্মল আনন্দে মেতে উঠবে।

আরাকের বাজারের একটি দৃশ্য

প্রাচীন এবং ঐতিহ্যবাহী এ উৎসবের অনুষঙ্গ হয়ে অনিবার্য ভাবেই আসে কেনাকাটা। কাপড় থেকে গালিচা , রঙিন মাছ থেকে ফল পর্যন্ত

ব'জনুরুদের বাজারের একটি দৃশ্য

সবই কেনা হয়। এখানে আরাক এবং ব'জনুরুদের বাজারের ছবি দেয়া হলো। এ সব যথাক্রমে তুলেছেন ইরানের তাসমিম নিউজের আলোকচিত্রী  মেহেদি বায়াদ এবং সাঈদ তোলুই।#

পার্সটুডে/মূসা রেজা/১৮

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন