মার্কিন নয়া মধ্যপ্রাচ্য পরিকল্পনার লক্ষ্য আধিপত্য বিস্তার: আহমাদ খাতামি
https://parstoday.ir/bn/news/iran-i69046-মার্কিন_নয়া_মধ্যপ্রাচ্য_পরিকল্পনার_লক্ষ্য_আধিপত্য_বিস্তার_আহমাদ_খাতামি
তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, মার্কিন নয়া মধ্যপ্রাচ্য পরিকল্পনার লক্ষ্য ইরাক, সিরিয়া ও লেবাননের ওপর আধিপত্য বিস্তার করা। কিন্তু সেই লক্ষ্য বাস্তবায়িত হয় নি বরং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ২২, ২০১৯ ১৭:১৬ Asia/Dhaka

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, মার্কিন নয়া মধ্যপ্রাচ্য পরিকল্পনার লক্ষ্য ইরাক, সিরিয়া ও লেবাননের ওপর আধিপত্য বিস্তার করা। কিন্তু সেই লক্ষ্য বাস্তবায়িত হয় নি বরং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছে।

ইরানের প্রেসিডেন্টের সাম্প্রতিক ইরাক সফর এবং সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ হোসাইন বাকেরির সিরিয়া সফর আঞ্চলিক প্রতিরোধ শক্তি বৃদ্ধি করবে এবং এ অঞ্চলে বলদর্পি শক্তিগুলোর উপস্থিতির পরিসমাপ্তি ঘটাবে বলেও তিনি মন্তব্য করেন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জন্য পশ্চিমাদের ইসলামভীতি ছড়ানোকেই দায়ি করেন বিশিষ্ট এই আলেম। মসজিদে সংঘটিত ওই হামলায় নামাজরত পঞ্চাশ জনেরও বেশি মুসল্লি শহীদ হন।

চলতি নববর্ষকে 'উৎপাদন বৃদ্ধির' বছর হিসেবে নামকরণের কথা উল্লেখ করে জনাব আহমাদ খাতামি বলেন,এই নামকরণের সার্থকতার জন্য অবৈধ আমদানি বন্ধে ব্যবস্থা নেয়া জরুরি।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন