সুদান ইস্যুতে পক্ষ নিচ্ছে না ইরান, সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i69521
সুদানের ঘটনাবলীতে কোনো পক্ষ নেবে না ইসলামি প্রজাতন্ত্র ইরান ইরান বরং সব পক্ষকে ধৈর্য ধরার ও সংকট উত্তরণের জন্য সংলাপে বসার আহ্বান জানিয়েছে তেহরান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ১২, ২০১৯ ১৮:০৯ Asia/Dhaka
  • সুদানে ওমর আল-বাশিরের পতনের পরও বেসামরিক প্রশাসনের দাবিতে জনতার বিক্ষোভ চলে
    সুদানে ওমর আল-বাশিরের পতনের পরও বেসামরিক প্রশাসনের দাবিতে জনতার বিক্ষোভ চলে

সুদানের ঘটনাবলীতে কোনো পক্ষ নেবে না ইসলামি প্রজাতন্ত্র ইরান ইরান বরং সব পক্ষকে ধৈর্য ধরার ও সংকট উত্তরণের জন্য সংলাপে বসার আহ্বান জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, তার দেশের প্রধান নীতি হচ্ছে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশিরকে ক্ষমতাচ্যুত করার ঘটনাকে তিনি দেশটির অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেন কাসেমি। দাবি আদায়ের ক্ষেত্রে সবাই শান্তিপূর্ণ উপায় অবলম্বন করবেন বলে আশা করেন বাহরাম কাসেমি।

ইরানের এ মুখপাত্র আরো বলেন, ইরান সবসময় সুদানসহ মুসলিম দেশগুলোতে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে এবং ভবিষ্যতেও একই কথা বলবে।   

গতকাল (বৃহস্পতিবার) সুদানের প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ মুহাম্মাদ আহমেদ ইবনে আওফ প্রধান সামরিক শাসক হিসেবে শপথ নেন। তার আগে খবর বের হয় প্রেসিডেন্ট ওমর আল-বাশির পদত্যাগ করেছেন। পরবর্তীতে বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে- দেশটিতে সামরিক অভ্যুত্থান হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১২