আইআরজিসি-সেন্টকম সংঘর্ষ হলে দায় আমেরিকার: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i70012-আইআরজিসি_সেন্টকম_সংঘর্ষ_হলে_দায়_আমেরিকার_ইরান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী বাহিনী সেন্টকমের মধ্যে সংঘর্ষ হলে তার দায় আমেরিকাকে নিতে হবে। ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল (মঙ্গলবার) তুরস্কের আংকারা শহরে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি থিংকিং বা এসডিই’র এক অনুষ্ঠানে একথা বলেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ০১, ২০১৯ ১৩:৪২ Asia/Dhaka
  • পারস্য উপসাগরে আইআরজিসি\'র মহড়া
    পারস্য উপসাগরে আইআরজিসি\'র মহড়া

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী বাহিনী সেন্টকমের মধ্যে সংঘর্ষ হলে তার দায় আমেরিকাকে নিতে হবে। ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল (মঙ্গলবার) তুরস্কের আংকারা শহরে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি থিংকিং বা এসডিই’র এক অনুষ্ঠানে একথা বলেছেন।

আরাকচি বলেন, পারস্য উপসাগর বা অন্য যেকোনো জায়গায় আইআরজিসি এবং সেন্টকম সংঘর্ষে লিপ্ত হতে পারে। সম্ভাব্য এমন পরিস্থিতির জন্য আমেরিকাকে দায় নিতে হবে তাতে কোনো সন্দেহ নেই।

পারস্য উপসাগরে আইআরজিসি'র স্পিডবোট

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে  কালো তালিকাভুক্ত করেন। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করে। ইরানের সংসদে এ নিয়ে একটি বিল পাস হয়েছে এবং গতকাল প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তাতে সই করেছেন।  

প্রেসিডেন্ট রুহানির সই করার পর এখন ইরানের গোয়েন্দা, পররাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের জন্য তা মান্য করা বাধ্যতামূলক।#  

পার্সটুডে/এসআইবি/১