ইরান বিরোধী তৎপরতা আমেরিকার বিপর্যস্ত অবস্থার প্রমাণ: স্পিকার লারিজানি
https://parstoday.ir/bn/news/iran-i70132-ইরান_বিরোধী_তৎপরতা_আমেরিকার_বিপর্যস্ত_অবস্থার_প্রমাণ_স্পিকার_লারিজানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে আমেরিকা। তবে অতীতের মতো এবারও তারা পরাজিত হবে। তিনি আজ (রোববার) সংসদের অধিবেশনে এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৫, ২০১৯ ১৮:২২ Asia/Dhaka
  • আলী লারিজানি
    আলী লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে আমেরিকা। তবে অতীতের মতো এবারও তারা পরাজিত হবে। তিনি আজ (রোববার) সংসদের অধিবেশনে এ কথা বলেন।

লারিজানি আরও বলেন, ইরানের বিরুদ্ধে একের পর এক মার্কিন পদক্ষেপ তাদের বিপর্যস্ত অবস্থার প্রমাণ বহন করছে। তিনি বলেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে এবং পরমাণু কর্মসূচি ইস্যুতে কোনো কোনো নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে বিশ্ববাসীকে ধোঁকা দিতে চাচ্ছে আমেরিকা। 

আমেরিকা ইরান ইস্যুতে আন্তর্জাতিক সমাজকে দ্বিধা-দন্দ্বে ফেলতে চায় বলে তিনি জানান। ইরানের সংসদ স্পিকার বলেন, মনস্তাত্ত্বিক লড়াইয়ের মাধ্যমে ওয়াশিংটন নানা অশুভ লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে।

মার্কিন সরকার গত ২২ এপ্রিল ঘোষণা করেছে, আর কোনো দেশকে ইরান থেকে তেল কেনার অনুমতি দেয়া হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার ফলে বিশ্বে ইরানি তেলের ঘাটতি পূরণ করবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫