পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা করছে ইরান: উপ পররাষ্ট্রমন্ত্রী
-
বুধবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আরাকচি
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশ ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ‘ধাপে ধাপে’ বেরিয়ে আসার পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি বুধবার রাতে ইরানের দুই নম্বর টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানান।
আরাকচি বলেন, “আমরা এখনো পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাইনি, তবে আমরা সেরকম পরিকল্পনা হাতে নিয়েছি এবং তা বাস্তবায়িত হবে ধাপে ধাপে।” এ সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলো তাদের প্রতিশ্রুতি পালন না করায় ইরান এ পদক্ষেপ নিতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “ইরান কেন পরমাণু সমঝোতা ত্যাগ করলো সে অভিযোগে বিশ্বের কোনো দেশ তেহরানকে অভিযুক্ত করতে পারবে না।”
এর আগে বুধবারই ইরান পরমাণু সমঝোতার কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার কথা ঘোষণা করে। এর আওতায় সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ভারী পানি মজুদ সংক্রান্ত প্রতিশ্রুতি ইরান আর মানবে না। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বুধবার তেহরানে নিযুক্ত পাঁচ বিশ্ব শক্তির রাষ্ট্রদূতদের কাছে হস্তান্তর করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতদের হাতে ওই চিঠি তুলে দেন সাইয়্যেদ আব্বাস আরাকচি।

এ সম্পর্কে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী তার সাক্ষাৎকারে বলেন, “আজকের পদক্ষেপসহ এ পর্যন্ত তেহরান যতগুলো পদক্ষেপ নিয়েছে তার সবই ছিল পরমাণু সমঝোতার কাঠামোর আওতায়।”
পাঁচ জাতিগোষ্ঠীর রাষ্ট্রদূতদের কাছে হস্তান্তর করা চিঠিতে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, গত বছরের মে মাসে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া সত্ত্বেও গত এক বছরে তেহরান সর্বোচ্চ ধৈর্য ও আত্ম-সংযমের পরিচয় দিয়েছে। কিন্তু এই এক বছরে এ সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলো বারবার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও তাদের অঙ্গীকার পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে ইরান এ সমঝোতার কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার কথা ঘোষণা করছে। #
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।