ট্রাম্প ইরানের ইতিহাস সম্পর্কে অজ্ঞতার পরিচয় দিয়েছেন: জাহাঙ্গিরি
-
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি তার দেশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কথা উল্লেখ করে বলেছেন, ট্রাম্প তার হুমকির মাধ্যমে ইরানের ইতিহাস সম্পর্কে নিজের চূড়ান্ত অজ্ঞতার পরিচয় দিয়েছেন।
তিনি সোমবার সন্ধ্যায় তেহরানে এক বক্তব্যে আরো বলেন, মার্কিন কর্মকর্তাদের উচিত অন্তত একবার ইরানের ইতিহাস পড়ে নেয়া। এর ফলে তারা বুঝতে পারবে ইতিহাসে ইরানের অবস্থান কি ছিল এবং এদেশের বিরুদ্ধে যুদ্ধ করা তাদের জন্য লাভজনক হবে না।
জাহাঙ্গিরি মার্কিন কর্মকর্তাদের স্ব-বিরোধী ও পরস্পর-বিরোধী বক্তব্যে বিভ্রান্ত না হতে ইরানি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইরানি কর্মকর্তাদেরকে ওয়াশিংটনের কথাবার্তার প্রতি ভ্রুক্ষেপ না করে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে মনোনিবেশ করতে হবে।

মার্কিনীরা ইরানি জনগণকে তাদের উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে হতাশ করে দিতে চায় বলে উল্লেখ করেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, এই স্পর্শকাতর সময়ে দেশের সকল দায়িত্বশীলের উচিত জনগণের আশা, আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস ধরে রাখার জন্য চেষ্টা চালানো।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার সকালে এক টুইটার বার্তায় বাগাড়ম্বর করে বলেন, ইরান আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তাকে ধ্বংস করে ফেলা হবে। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পাল্টা টুইট করে লিখেছেন, আলেক্সান্ডার ও চেঙ্গিস খানদের মতো ইতিহাসখ্যাত আগ্রাসীরাও ইরানকে ধ্বংস করতে চেয়েছিল; কিন্তু চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ট্রাম্পও ইরানের কোনো ক্ষতি করতে পারবে না।#
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।