‘প্রতিটি দেশের জাতীয় নিরাপত্তার ওপর আঞ্চলিক নিরাপত্তা নির্ভর করছে’
https://parstoday.ir/bn/news/iran-i70769-প্রতিটি_দেশের_জাতীয়_নিরাপত্তার_ওপর_আঞ্চলিক_নিরাপত্তা_নির্ভর_করছে’
আরব দেশগুলোর সঙ্গে ইরানের অনাক্রমণ চুক্তি গোটা মধ্যপ্রাচ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। তিনি মঙ্গলবার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুররহমান আলে সানি’র সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ২৯, ২০১৯ ০৫:২৮ Asia/Dhaka
  • ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

আরব দেশগুলোর সঙ্গে ইরানের অনাক্রমণ চুক্তি গোটা মধ্যপ্রাচ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। তিনি মঙ্গলবার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুররহমান আলে সানি’র সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

আরাকচি বলেন, আঞ্চলিক সংলাপ আয়োজনের লক্ষ্যে একটি সংস্থা গঠনের পাশাপাশি অনাক্রমণ চুক্তি সই হলে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আস্থা ও গঠনমূলক সহযোগিতার পরিবেশ সৃষ্টি হবে। ইরানের ওপর আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ সৃষ্টি ও অর্থনৈতিক যুদ্ধের প্রতি ইঙ্গিত করে আরাকচি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে তখনই পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে যখন প্রতিটি দেশের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ সমুন্নত থাকবে।

মঙ্গলবার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আরাকচি

ইরান সব সময় আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে বলে জানান ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কিন্তু আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল এবং তাদের সহযোগী দেশগুলো এ অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করছে এবং এর পরিণতির জন্য এসব দেশকে জবাবদিহী করতে হবে।

আরাকচি আবারো আমেরিকার সঙ্গে যেকোনো ধরনের আলোচনা নাকচ করে দিয়ে বলেন, তেহরান এই মুহূর্তে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনায় মনযোগ দিয়েছে।

সাক্ষাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সহযোগিতাকে স্বাগত জানান এবং মধ্যপ্রাচ্যে সৃষ্টি কঠিন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন।তিনি ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা আরো শক্তিশালী করতে তার দেশের আগ্রহ প্রকাশ করেন।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৯