অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সৌদি অভিযোগ নাকচ করল ইরান
-
ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ইরানের প্রতিনিধি রেজা নাজাফি
আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে বলে সৌদি আরব যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। গতকাল (বৃহস্পতিবার) সৌদি আরবের জেদ্দা শহরে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ইরানের প্রতিনিধি রেজা নাজাফি রিয়াদের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিষয়ক মহাপরিচালক নাজাফি বলেন, “সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী যে অভিযোগ করেছেন ইরান তাকে ‘বাতিল’ বলে মনে করে।”
তিনি আরো বলেন, “৫৭ সদস্যবিশিষ্ট ওআইসি’র অন্যতম প্রতিষ্ঠাতা দেশ হিসেবে ইরান মনে করে, এই সংস্থার যেকোনো সম্মেলনকে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী করার কাজে ব্যবহার করা উচিত। সেইসঙ্গে এ ধরনের সম্মেলন থেকে মুসলিম বিশ্বের প্রধান সংকট অর্থাৎ ফিলিস্তিন সমস্যা নিয়ে শক্ত অবস্থান গ্রহণ করা উচিত বলেও উল্লেখ করেন রেজা নাজাফি।

বুধবার জেদ্দা সম্মেলনের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-আ’সাফ অভিযোগ করেন, ইরান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তিনি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করেন।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরানের বিরুদ্ধে একই অভিযোগ উত্থাপন করার কয়েক ঘণ্টার মধ্যে তার পুনরাবৃত্তি করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ইরান জন বোল্টনের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। #
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৩১