রোসাটম প্রধানের সঙ্গে ইরানের শীর্ষ পরমাণু কর্মকর্তার সাক্ষাৎ
-
মস্কোয় অ্যালেক্সি লিখাচেভের (ডান থেকে তৃতীয়) সঙ্গে আলী আকবর সালেহির (বাম থেকে দ্বিতীয়) সাক্ষাৎ
রাশিয়া সফররত ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, আমেরিকার স্বেচ্ছাচারী আচরণের কারণে বর্তমানে পরমাণু সমঝোতা জটিল আকার ধারণ করেছে। রাশিয়া সফররত সালেহি গতকাল (বুধবার) স্বাগতিক দেশের রাষ্ট্র নিয়ন্ত্রিত পরমাণু কোম্পানি ‘রোসাটম’র প্রধান অ্যালেক্সি লিখাচেভের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।
সাক্ষাতে ইরান ও রাশিয়ার মধ্যে পরমাণু খাতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। মস্কোর ইরান দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুই শীর্ষ কর্মকর্তাদের আলোচনায় শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরান ও রাশিয়ার দুই শীর্ষ পরমাণু কর্মকর্তা ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর যে জটিল অবস্থা তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, পরমাণু সমঝোতা যেভাবে আছে সেভাবেই সব পক্ষকে বাস্তবায়ন করতে হবে।
ইরানের দূতাবাসের বিবৃতিতে আরো বলা হয়, আলী আকবর সালেহি ও অ্যালেক্সি লিখাচেভ ইরানের বুশেহর পারমাণবিক প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বুধবার তিনদিনের রাশিয়া সফর শেষ করেন। এ সফরে তিনি ভিভিইআর রিঅ্যাক্টর চালু আছে রাশিয়ার এমন কয়েকটি পরমাণু স্থাপনা পরিদর্শন করেন। #
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৪