৫ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত দিলেন সর্বোচ্চ নেতার উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/iran-i71749
পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার অংশ হিসেবে ইরান আগামী ৭ জুলাই থেকে শতকার পাঁচ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করতে পারে। এমন ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি বলেছেন, পরমাণু সমঝোতায় ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে বাধ্যবাধকতা রয়েছে ৭ জুলাই থেকে তা আর মানবে না তার দেশ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ০৬, ২০১৯ ০৬:৩৬ Asia/Dhaka
  • আলী আকবর বেলায়েতি
    আলী আকবর বেলায়েতি

পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার অংশ হিসেবে ইরান আগামী ৭ জুলাই থেকে শতকার পাঁচ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করতে পারে। এমন ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি বলেছেন, পরমাণু সমঝোতায় ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে বাধ্যবাধকতা রয়েছে ৭ জুলাই থেকে তা আর মানবে না তার দেশ।

বেলায়েতি বলেন, ইরান নিজের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রয়োজন অনযায়ী যেকোনো মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। তবে তিনি একথাও বলেন, ইউরোপীয়রা পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে তেহরান এটি মেনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা আবার ৩.৬৭-এ নামিয়ে আনবে।

বেসামরিক কাজে নিম্নমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রয়োজন হলেও উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাধ্য পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। তবে ইরান শুরু থেকে সুস্পষ্টভাবে বলে এসেছে পরমাণু অস্ত্র তৈরি করার কোনো অভিপ্রায় তার নেই।

ইউরেনিয়াম সমৃদ্ধ করার যন্ত্র সেন্ট্রিফিউজ (ফাইল ছবি)

ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করে ২০১৮ সালের ৮ মে এটি থেকে বেরিয়ে যায় আমেরিকা। এরপর এটির বাকি পাঁচ দেশ ও ইউরোপীয় ইউনিয়ন পরমাণু সমঝোতা মেনে চলার জন্য ইরানের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি এ সমঝোতায় ইরানকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেয়।

কিন্তু এক বছরেও সে আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় গত ৮ মে তেহরান ইউরোপকে দুই মাসের সময়সীমা বেধে দিয়ে ঘোষণা করে, এ সময়ের মধ্যে তারা তাদের আশ্বাস বাস্তবায়ন না করলে ইরান পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রাখবে। আগামীকাল ৭ জুলাই সে সময়সীমা শেষ হতে যাচ্ছে এবং তার আগে আলী আকবর বেলায়েতি পাঁচ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত দিলেন।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৬