পম্পেওর সাক্ষাৎকার নেয়ার কোনো পরিকল্পনা নেই: প্রেস টিভি সিইও
(last modified Sun, 28 Jul 2019 15:34:14 GMT )
জুলাই ২৮, ২০১৯ ২১:৩৪ Asia/Dhaka
  • পেইমান জেবেলি
    পেইমান জেবেলি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরবি’র বিশ্ব কার্যক্রমের উপ প্রধান পেইমান জেবেলি বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কোনো সাক্ষাৎকার নেয়ার পরিকল্পনা প্রেস টিভির নেই। সম্প্রতি পম্পেও ইরান সফরের আগ্রহ ব্যক্ত করেছেন।

গত বৃহস্পতিবার পম্পেও মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তিনি আলোচনার জন্য ইরান সফরে যেতে আগ্রহী। তিনি সরাসরি ইরানের লোকজনের সঙ্গে কথা বলারও আগ্রহ প্রকাশ করেন।

মাইক পম্পেও

এরপর ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, যদি পম্পেও ইরানি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান তাহলে তিনি প্রেস টিভির প্রতিনিধি ও সঞ্চালক মারজিয়া হাশেমিকে সাক্ষাৎকার দিতে পারেন। চলতি বছরের জানুয়ারি মাসে হাশেমি আমেরিকায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলে তাকে মার্কিন সরকার বিনা অভিযোগে আটক করে।  

মারজিয়া হাশেমি

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পেইমান জেবেলি বলেন, “মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাক্ষাৎকার নেয়ার জন্য আমরা কোনো অনুরোধ করি নি, এমন কোনো পরিকল্পনাও আমাদের নেই।”#

পার্সটুডে/এসআইবি/২৮