হাতেবোনা কার্পেট প্রদর্শনী শুরু হল ইরানে
https://parstoday.ir/bn/news/iran-i73125-হাতেবোনা_কার্পেট_প্রদর্শনী_শুরু_হল_ইরানে
২৮তম হাতেবোনা কার্পেট প্রদর্শনী শুরু হল ইরানে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৬, ২০১৯ ২০:৫৬ Asia/Dhaka
  • হাতেবোনা কার্পেট প্রদর্শনী শুরু হল ইরানে

২৮তম হাতেবোনা কার্পেট প্রদর্শনী শুরু হল ইরানে।

ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে ২৮তম কার্পেট প্রদর্শনী। এ কার্পেট প্রদর্শনী ২৫ আগস্ট থেকে শুরু হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ কার্পেট প্রদর্শনী চলবে।#

পার্সটুডে/আবুসাঈদ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।