সর্বোচ্চ চাপের মুখে আমেরিকার সঙ্গে আলোচনা নয়: ইরান
-
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে না আসা পর্যন্ত দেশটির সঙ্গে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বুধবার রাতে এক টিভি সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়ে বলেছেন, “আমরা পরমাণু সমঝোতার ভিত্তিতে আমাদের ১১ দফা দাবি নিয়ে বর্তমানে শুধুমাত্র ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা করছি। এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হবে না।”
তিনি আরো বলেন, বিশ্বের কোনো দেশ সর্বোচ্চ চাপ প্রয়োগের মুখে কখনোই আলোচনায় বসবে না, কারণ, সে ধরনের আলোচনার অর্থ হবে ‘আত্মসমর্পন’।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী তার দেশের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, পরমাণু সমঝোতার ভিত্তিতে আমেরিকার সঙ্গে কেবল তখনই আলোচনা হতে পারে যখন তেহরানের ওপর থেকে সব অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের প্রস্তাব প্রত্যাখ্যান করার একদিন পর আরাকচি তার দেশের অবস্থান আরো স্পষ্ট করলেন। প্রেসিডেন্ট রুহানি মঙ্গলবার বলেছিলেন, আমেরিকা যদি সত্যিই আলোচনা চায় তাহলে তাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
সাম্প্রতিক সময়ে মার্কিন ডোনাল্ড ট্রাম্প অসংখ্যবার ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার পেন্টাগনে তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। #
পার্সটুডে/এমএমআই/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।